রংপুর হতে ০৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যাবস্থা।
রংপুর বাস ষ্ট্যান্ড হইতে দক্ষিণ মুখী হাইওয়ে বাস যোগে জায়গীর বাসষ্ট্যান্ড দূরত্ব ১২ কিলো। জায়গীর বাসষ্ট্যান্ড হতে পূর্বদিকে অটো/ রিকসা যোগে জায়গীর ১/২ কিলো পাকা রান্তা। জায়গীর হাটে পূর্ব মাথায় এসে উত্তর দিকে পাকা রাস্তায় রিকসা /ভ্যান যোগে ১কিলো এসে পূর্ব দিকে কাচা রাস্তা যোগে ২ কিলো যাওয়ার পর নয়ার হাট সংলগ্ন ডান দিকে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ।
মিঠাপুকুর উপজেলা হতে ০৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যাবস্থা।
মিঠাপুকুর বাস ষ্ট্যান্ড হইতে উত্তর মূখী হাইওয়ে বাস যোগে জায়গীর বাসষ্ট্যান্ড দূরত্ব ৩ কিলো। জায়গীর বাসষ্ট্যান্ড হতে পূর্বদিকে অটো/ রিকসা যোগে জায়গীর ১/২ কিলো পাকা রান্তা। জায়গীর হাটে পূর্ব মাথায় এসে উত্তর দিকে পাকা রাস্তায় রিকসা /ভ্যান যোগে ১কিলো এসে পূর্ব দিকে কাচা রাস্তা যোগে ২ কিলো যাওয়ার পর নয়ার হাট সংলগ্ন ডান দিকে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ।